প্রাকৃতিক ঔষধ সমুহ যেগুলো সকল প্রাণীকুলকে সুস্থ রাখে, সেগুলো হলো –
১) খাদ্য
২) পাণীয় (জল)
৩) সূর্যালোক ( ফোটন)
৪) বাতাস ( অক্সিজেন, নাইট্রোজেন, কার্বনডাই অক্সাইড, হাইড্রোজেন)
৫) ঘুম ।
পরিমিত আহার,বিষমুক্ত শস্য-শব্জী-ফল; বিশুদ্ধ আইরন, আর্সেনিক,মারকারি মুক্ত জল; পর্যাপ্ত সূর্যালোকের এক্সপোজার, পেট্রোলিয়াম কমবাশন্ বাইপ্রোডাক্ট ( CO, NO, N2O, CH4, Inorganic chemicals) মুক্ত বিশুদ্ধ বাতাস; এবং দৈনিক ৫-৮ ঘন্টার গুড কোয়ালিটি ঘুম –
একজন প্রাণী বা মানুষের সুস্থ থাকার একমাত্র আল্লাহর দেওয়া অফুরন্ত মেডিসিন! সবগুলোর দাতা একমাত্র আল্লাহ যিনি সকলের প্রভূ ও সৃষ্টিকর্তা।
এই ঔষধগুলো কিনতে হয়না ঠিকই, কিন্তু যত্ন নিয়ে অপরিবর্তিত রাখা ও বিশুদ্ধ রাখা সব প্রাণীর দায়িত্ব।
অদ্ভুতভাবে একমাত্র মানুষই এই প্রকৃতিক ঔষধগুলোর গুণগত মান নষ্ট করেছে,করছে।
সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের শানে এই বিধ্বংসী কর্মকাণ্ড ও মতবাদ একেবারেই বেমানান।
তাই, আমরা দায়িত্বশীল ও শ্রেষ্ঠ জীব হিসেবে আগামী জীবনের সুস্থতার লক্ষ্যে ঐ ৫ টি মেডিসিনের বিশুদ্ধতার শপথ নিয়ে আগামীদিনের নানা কর্মসূচি গ্রহণ করি।