জাহেলিয়াতঃ
বর্তমানের যুগ জমানা হল মূর্খতা অথচ লেখা পড়ার যুগ! জাহেলিয়াত ও অজ্ঞতার যুগ৷ মিথ্যাকথা, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যাকাজ, মিথ্যা জ্ঞান ও মিথ্যাকে সত্য করে দেখানোর যুগ!
এই মিথ্যা যে কত ভয়ঙ্কর তা আমরা আজকের যুগে হাড়ে হাড়ে টের পাচ্ছি৷ চারিদিকে মিথ্যা সাজানো গবেষণা, রটনা, ঘটনা, পলিটিক্স ও আশ্বাসে মানব জীবন আজ ওষ্ঠাগত! সেই মিথ্যার প্রকাশ্য জালিয়াতি নিয়ে মহান আল্লাহ কী বলছেন ,দেখুন—
” তুমি মিথ্যা আরোপকারীদের অনুসরণ করো না৷ তারা চায় যে, যদি তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে৷ এবং অনুসরণ করো না তার —যে কথায় কথায় শপথ করে, যে অতি নগন্য৷দোষারোপকারী সে,যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়; যে কল্যাণের কাজে শক্ত বাধা দেয়, সে সীমালঙ্ঘনকারী, পাপীষ্ঠ৷ রূঢ় স্বভাবের,তা সত্বেও তার ভিত্তি নেই, জঘন্য প্রকৃতির৷ (সূরা কলম-৮—১৩আয়াত)