আশ-শিফা ট্রাষ্টের পক্ষ থেকে আমি ডাক্তার ইয়ার আলী সকল পাঠক ও দর্শক বৃন্দ যাঁরা নিয়মিত “আশ-শিফা” কাজকর্ম ও পড়েন—তাঁদেরকে পবিত্র ঈদ এর শুভেচ্ছা ও সালাম!
“আশ-শিফা ট্রাষ্ট” হল একটি সামাজিক, মানবিক, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান৷
বৈজ্ঞানিক অথচ অজানা, বৈজ্ঞানিক অথচ অবহেলিত চিকিৎসা জগতের দিকটাকে অত্যন্ত ব্যবহারিক ও প্রায়গিক পন্থায় সুবিন্যস্তভাবে প্রসার ও প্রচারের মাধ্যমে অসুস্থ সমাজ ও শরীরকে সঠিক ও সত্য চিকিৎসা দিয়ে সামাজিক স্বাস্থ্য ও শারিরীক স্বাস্থ্যকে সমুন্নত করা—একটি মহান কাজ এই ট্রাষ্টের৷
বৈজ্ঞানিক অথচ মানবিক গুণের সমন্বয়ে দূঃস্থ , অসহায় ও মিসকীনদের প্রয়োজনকে মিটানোর দৃঢ় প্রত্যয়ে সংকল্পবদ্ধ এই সংস্থা৷ অভিনব ও বৈজ্ঞানিক তত্ব ও সত্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানের কল্পিত ও অসত্য তত্বকে খন্ডন করে ব্যবহারিক পন্থায় স্বাস্থ্য সেবা করা—একটি এই ট্রাষ্টের মহান ব্রত৷ চিকিৎসা শিক্ষাকে সার্বিক ও ব্যাপক করতে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসা-শিক্ষাকে ট্রেনিং ও ক্লাস দেওয়া ও বিভিন্ন কোর্স করানো আরেকটি কাজ৷ আরও বহুমূখী মানব-কল্যাণী কাজ ও পরিষেবা দিয়ে সর্বাঙ্গীন সমাজ,দেশকে সমুন্নত করতে প্রত্যয়ী৷
*AS-SHIFA HIJAMA CENTRE
*AS-SHIFA ACADEMIC INSTITUTE
*AS-SHIFA HEALTH CARE
BHABTA, BELDANGA,MURSHIDABAD, WB-742134
Call if any query-9804105660/9749902802/97349693
visit: www.asshifatrust.com