আপনি ইহকালীন জীবনে সৎ ও সত্য পন্থায়,হালাল উপায়ে জীবন-যাপন করলে , অনেকেই আপনাকে নানা সুবিধা ও সুযোগ থেকে বন্চিত করবে৷ ধৈর্য ধরুন ও স্বলাত আদায় করুন৷
আপনি মানুষকে সদুপদেশ দিলে,মানুষকে সঠিক ও সত্যের দিকে আহ্বান করলে, সমাজে সুবিধাবাদী ও ক্ষমতাবান লোকেরা আপনার শত্রুতা করবেই৷ স্বলাত ও ধৈর্য আপনার সম্বল৷
আপনি সমাজে বহু জুলুম ও নির্যাতন দেখবেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য৷ স্বলাত ও ধৈর্যের সাথে থাকুন৷
সমাজে ও দেশে যাবতীয় কুচক্রান্তের মাষ্টারমাইন্ড ইবলিশ বিভিন্ন পলিসি ও রূপরেখা বিভিন্ন সংস্থা ও নেতৃত্বের মাধ্যমে সূক্ষভাবে অনবরত বাস্তবায়িত করেই চলেছে৷ মানুষের সবচেয়ে বড় শত্রু ইবলিশ আজও বেঁচে আছে৷ কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে৷ মানুষ সৃষ্টির আগে থেকেই পৃথিবীতে আছে৷ ঈমান,স্বলাত ও ধৈর্য্যই আপনাকে ইবলিশ থেকে বাঁচাতে সক্ষম৷
যে কোন বিপদ-আপদে,বালা মুসিবতে আপনার সামর্থ ও সক্ষমতার সবটা হালাল পন্থায় দিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করুন৷ অতঃপর আল্লাহর প্রতি একনিষ্ঠ ভরসা রাখুন৷ স্বলাত ও ধৈর্য রাখুন৷
ধৈর্য—এমন একটি মহৎ গুণ যেটা সবার হৃদয়ে ধারণ হয় না৷ ধৈর্য —এমন একটি উৎকৃষ্ট গুণ যেটার ফলাফল কক্ষনও আশাহত করেনা৷ ধৈর্য—এমন একটি গুণ যেটির বরকতে আপনার তো বটেই, পুরো সমাজ ও দেশ , একটি জাতি উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম৷ ধৈর্য—এমন একটি গুণ যেটা আল্লাহ খুবই খুবই পছন্দ করেন৷
আসুন, আমাদের উপর নির্যাতন,জুলুম,বন্চনা,প্রবন্চনা,প্রতারনা,
নিষ্পেষণের প্রত্যুত্তরে “স্বলাত ও ধৈর্য” কেই আমাদের সম্বল বানাই৷ ফলাফল, ইহকালে পরখ না করলেও—পরকালে ইনশাল্লাহ মিস হবেনা৷