We are available at

About As Shifa Trust

আশ-শিফা ট্রাষ্ট” হল একটি সামাজিক, মানবিক, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান৷
বৈজ্ঞানিক অথচ অজানা, বৈজ্ঞানিক অথচ অবহেলিত চিকিৎসা জগতের দিকটাকে অত্যন্ত ব্যবহারিক ও প্রায়গিক পন্থায় সুবিন্যস্তভাবে প্রসার ও প্রচারের মাধ্যমে অসুস্থ সমাজ ও শরীরকে সঠিক ও সত্য চিকিৎসা দিয়ে সামাজিক স্বাস্থ্য ও শারিরীক স্বাস্থ্যকে সমুন্নত করা একটি মহান কাজ এই ট্রাষ্টের৷
বৈজ্ঞানিক অথচ মানবিক গুণের সমন্বয়ে দূঃস্থ , অসহায় ও মিসকীনদের প্রয়োজনকে মিটানোর দৃঢ় প্রত্যয়ে সংকল্পবদ্ধ এই সংস্থা৷ অভিনব ও বৈজ্ঞানিক তত্ব ও সত্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানের কল্পিত ও অসত্য তত্বকে খন্ডন করে ব্যবহারিক পন্থায় স্বাস্থ্য সেবা করা একটি এই ট্রাষ্টের ব্রত৷ চিকিৎসা শিক্ষাকে সার্বিক ও ব্যাপক করতে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসা-শিক্ষাকে ট্রেনিং ও ক্লাস দেওয়া ও বিভিন্ন কোর্স করানো আরেকটি কাজ৷ আরও বহুমূখী মানব-কল্যাণী কাজ ও পরিষেবা দিয়ে সর্বাঙ্গীন সমাজ,দেশকে সমুন্নত করতে প্রত্যয়ী৷”

একটি জন-স্বাস্থ্য সমীক্ষা:

একটি সাদা কাগজে লিখিত আকারে প্রশ্নানুযায়ী [email protected] পাঠাতে অনুরোধ করা হচ্ছে৷ অথবা, ঐ মেলে টেক্সট করে পাঠাতে পারেন৷

আসসালামু আলাইকুম,
আমরা আশ-শিফা ট্রাষ্ট( As-Shifa Trust) পক্ষ থেকে জনসাধারণের মধ্যে স্বাস্থ্য বিষয়ক একটি জরিপ বা সমীক্ষা চালাচ্ছি৷ জরিপটির লক্ষ্য ও উদ্যেশ্য হল ভবিষ্যতে জনগণের স্বাস্থ্য-সমীক্ষার ফলাফলের ভিত্তিতে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে আমাদের বা জনগণের খাদ্যাভ্যাস, জীবন-যাপনের ধরণ, বিভিন্ন ক্রনিক দীর্ঘমেয়াদী অসুখের প্রবণতা ও জটিলতার গভীরতা নিরূপন করা এবং তৎপরবর্তীতে কীভাবে ও কোন নিয়মে বিভিন্ন স্বাস্থ্য-সমস্যাকে নিয়ে সচেতন করা যায়, খাদ্যাভ্যাসের পরিবর্তন করা যায়, বিভিন্ন ফুড সাপ্লেমেন্টস কীভাবে প্রয়োগ করা যায়, কীভাবে ক্রনিক রোগ গুলি থেকে নির্মূল হওয়া যায় প্রভৃতি বিষয়ে গবেষণাধর্মী আর্টিকল প্রকাশ করা৷ জনগণের সবার স্বাস্থ্য কীভাবে সুস্থ রাখা যায় —সে সব বিষয়ে আলোকপাত করা৷

তাই, আপনাদের অনুরোধ করব নিম্নলিখিত প্রশ্নের উত্তর জ্ঞানত: সঠিক ও সত্য ভাবে প্রদান করবেন৷

১) আপনাদের বাড়ির অভিভাবকের নাম,বয়স এবং ঠিকানা? বাড়ির সদস্য সংখ্যা ? মহিলা? পূরুষ?

২)আপনাদের জীবন-জীবিকা কী? খাদ্যের উৎস কী? কেনা না ঘরের?

৩)আপনারা শব্জী ও ফল সপ্তাহে কতদিন ও কী পরিমাণ খান৷

৪)বাড়ির কেউ কোন এমন অসুখে ভূগছেন যেটা ৬ মাসের বেশীদিন ধরে আছে? বয়স ? পুরুষ না মহিলা? কী সমস্যা( অসুখের নাম বা স্বাস্থ্য সমস্যাসমূহ )

৫) কী কী ধরণের চিকিৎসা এযাবৎ নিয়েছেন?? সাময়িক অসুবিধা কমেছে? যদি কমে থাকে, সেটি কী আবার এসেছে ( ঐ সমস্যাটা) যখনই ঔষধ বন্ধ করেছেন?

৬) আপনার( অসূস্থ ব্যক্তিকে) কী ব্যক্তিগত নেশা বা বদ অভ্যাস আছে? খাদ্যের অভ্যাস কী রকম? চিকিৎসা পদ্ধতিতে কোথাও ত্রুটি আছে মনে হয় আপনার? ডাক্তারবাবু অসুখ কেন হয়েছে তা বলেছেন? বললে, কী বলেছেন?

৭)আমাদের খাদ্যের শস্যে,ফসলে,শব্জীতে কবে থেকে বিষ ,কীটনাশক প্রভৃতির বহুল ব্যবহার শুরু হয়? আপনার জানা আছে?

৮) ১৯৮০ সালের আগে এত অসুখ মানুষের মধ্যে ছিল এখন যেরকম খুবই বেশী হারে দেখা যাচ্ছে?
আপনার পূর্বপুরুষদের দেখে আপনার কী উপলব্ধি?

৯) আপনি আপনার বিভিন্ন শারিরীক বা মানসিক সমস্যার পরিপূর্ণ সমাধান চান যদিও একটু (৩-৬ মাস) সময় লাগে?

১০) চিকিৎসার জন্য আপনি এযাবৎ কত খরচ করেছেন আনুমানিক?

১১) আপনার দেহের হেভি মেটালস, বিভিন্ন ভাইরাস ,জীবাণুর সমাপ্তির জন্য আপনি তৈরী আছেন যাতে আপনি নিরোগ থাকতে পারেন?

ধন্যবাদ৷

তাহলে অবশ্যই আপনি www.asshifatrust.com ভালভাবে পড়ুন৷ গভীরভাবে জানুন৷

আমি ডাঃ ইয়ার আলী আপনাদের সাদরে আমন্ত্রন করছি আমার YouTube Channel –
“Holistic Health & Cure” এ

Holistic বলতে বুঝায় পরিপূর্ণ বা গোটাটাই৷ মেডিক্যালি বুঝাচ্ছে যে, মানুষের মন-মানসিকতার অবস্থা এবং শারিরীক বিভিন্ন অর্গানের সমসাময়িক সমস্যাগুলির মধ্যে সমন্বয় তৈরী করে , গোটা মানুষটার সর্বদিক থেকে সর্বপ্রকার সমস্যার মূল কারণ ও পারস্পরিক বৈজ্ঞানিক বিশ্লেষন ব্যাখ্যা সহকারে সর্বোত্তম পন্থায় চিকিৎসা ব্যবস্থা৷ এবং যে পথ ও পন্থায় যতটা সম্ভব রিপোর্ট বা ইনভেষ্টিগেশন কম করা৷ সুলভ উপায়ে খাবার-দাবারের পরিবর্তন ও পরিবর্ধন, খাদ্যাভ্যাস, মন-মানসিকতার পজিটিভ দৃষ্টিভঙ্গির অবতারণা, প্রাকৃতিক বিষমুক্ত বিভিন্ন ফুড সাপ্লেমেন্টস যেগুলি সুদূরপ্রসারী ও ক্রনিক অসুখ সারাতে ও নির্মূল করতে খুবই সহায়ক; জরুরী ভিত্তিতে কনভেনশনাল ট্রিটমেন্ট যা সিম্পটোম্যাটিক স্বস্তি দানে দ্রুত সহায়ক -প্রভৃতির সমন্বয়ে অসুখ ও রোগীর অবস্থার পরিপ্রেক্ষিতে সর্বোত্তম চিকিৎসার নাম Holistic Treatment.

Holistically স্বাভাবিক স্বাস্থ্য কীভাবে নিজের স্বাস্থ্য-সচেতনতায় ও যত্নে সুস্থ রাখা যায়, পরিবার,সন্তান-সন্ততিদের কীভাবে সুস্থ রাখা যায় ৷ এবং বিভিন্ন ক্রনিক অসুখের প্রকৃত কারণ, রোগের ধরন ও প্রকৃত সমাধান নিয়ে নিয়মিত আলোচনা ,গবেষনা, চিন্তা-ভাবনা প্রভৃতি আপনাদের স্বার্থে এবং আল্লাহর সন্তূষ্টির উদ্দেশ্যে -প্রচার ও প্রসারের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা হল—
” Holistic Health & Cure ”

তাই, অনুগ্রহপূর্বক আপনারা চ্যানেলটিতে SUBSCRIBE করে বেল আইকন on করে রাখুন৷ যাতে যখনই কোন আলোচনা চ্যানেলে আসবে, সেটি যাতে আপনি জানতে পারেন ও দেখতে শুনতে পারেন৷

আলোচনা আপনাদের উপকারে আসলে অবশ্যই সহানুভূতি ও ভক্তির সাথে আলোচনাটি LIKE করুন এবং SHARE করুন৷ যাতে আরও অনেকে উপকৃত হতে পারে৷ যার পুণ্যের ভাগীদার আপনিও হবেন৷

সবশেষে, আপনার বিভিন্ন বৈজ্ঞানিক,যুক্তিযুক্ত ,গুরুত্বপূর্ণ মতামত, প্রস্তাবনা ও পরামর্শ থাকলে অবশ্যই
নিচের COMMENT বক্সে লিখে দিন৷

যাযাকাল্লাহ খায়রান৷ ধন্যবাদ৷

ইতি
Dr. Md Year Ali Sk
MBBS(WBUHS),GDMO(WBHS)

Holistic Medical Practitioner
Expertized in All chronic illness.

 

 

“AS-SHIFA Trust is a social, humanity, health and educational organization. Scientific but unknown, scientific but ignored and neglected parts in modern streams of medicines are to be heightened and raised through proper, experimental true way to move ill and diseases-burden health and society up to the disease-free and healthy society as if all persons get the truthful healthy lives. It’s a noble activity of this trust. With a combination of scientific and characteristics of humanity, it upholds the needy and poor persons and students.
Innovatory and researched theory on health that works truly and scientifically to be applied to pre-existing imaginary auto-immunity and Genetic theory that is true burden to recover all chronic diseases. To educate mass and help to cure people, training and academic institute running on. Besides that, there are so many social activities done by this trust. As-Shifa trust is determined to change the thoughts that base of belief of modern treatments of all chronic illnesses. But these are against the law of nature, against the law of the creator. We break these false beliefs and replacing genuine truthful belief on which really body works. Theses true thoughts lead people to cure any diseases except death. This is the faith of revealed law by Almighty creator Allah. “