MEET WITH
AS SHIFA TRUST experts

As Shifa Trust
আশ শিফা ট্রাস্ট হলো স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক অর্গানাইজেশন। স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষদের সচেতন করা এবং সে সম্পর্কে মানুষকে প্রশিক্ষণ দেওয়া। তোমাদের পিছিয়ে পড়া বিভিন্ন গোষ্ঠীর মানুষদেরকে আর্থিকভাবে ও পরিষেবা দিয়ে সাহায্য করা।স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন গবেষণামূলক কাজ ও ঔষধি ব্যবস্থাপনা করা। নতুন নতুন ওষুধে প্রাকৃতিক মৌল উপাদান নিয়ে অত্যন্ত কার্যকরী ও ফলপ্রসূ ফুড সাপ্লিমেন্ট নিয়ে এসে মানুষের সুস্থতার ব্যাপারে সহযোগিতা করা।চিকিৎসা ক্ষেত্রে ইসলামের বিভিন্ন ভূমিকা নিয়ে আলোকপাত করা ও মানুষদেরকে সচেতন করা।এছাড়া সর্বোত্তম চিকিৎসা হিজামা নিয়ে বৈজ্ঞানিকভাবে প্রচার ও প্রসার করা। গ্রামীন এলাকাতে দুস্থ ও অসহায় মানুষদেরকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া।হিজামা বিষয়ে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের প্রশিক্ষণ দেওয়া ও সঠিকভাবে হিজামার প্রায়োগিক ও ব্যবহারিক ব্যবস্থাপনা করা।