We are available at

Home

      Holistic বলতে বুঝায় পরিপূর্ণ বা গোটাটাই৷ মেডিক্যালি বুঝাচ্ছে যে, মানুষের মন-মানসিকতার অবস্থা এবং শারিরীক বিভিন্ন অর্গানের সমসাময়িক সমস্যাগুলির মধ্যে সমন্বয় তৈরী করে , গোটা মানুষটার সর্বদিক থেকে সর্বপ্রকার সমস্যার মূল কারণ ও পারস্পরিক বৈজ্ঞানিক বিশ্লেষন ব্যাখ্যা সহকারে সর্বোত্তম পন্থায় চিকিৎসা ব্যবস্থা৷ এবং যে পথ ও পন্থায় যতটা সম্ভব রিপোর্ট বা ইনভেষ্টিগেশন কম করা৷ সুলভ উপায়ে খাবার-দাবারের পরিবর্তন ও পরিবর্ধন, খাদ্যাভ্যাস, মন-মানসিকতার পজিটিভ দৃষ্টিভঙ্গির অবতারণা, প্রাকৃতিক বিষমুক্ত বিভিন্ন ফুড সাপ্লেমেন্টস যেগুলি সুদূরপ্রসারী ও ক্রনিক অসুখ সারাতে ও নির্মূল করতে খুবই সহায়ক; জরুরী ভিত্তিতে কনভেনশনাল ট্রিটমেন্ট যা সিম্পটোম্যাটিক স্বস্তি দানে দ্রুত সহায়ক -প্রভৃতির সমন্বয়ে অসুখ ও রোগীর অবস্থার পরিপ্রেক্ষিতে সর্বোত্তম চিকিৎসার নাম Holistic Treatment. 

   Holistically স্বাভাবিক স্বাস্থ্য কীভাবে নিজের স্বাস্থ্য-সচেতনতায় ও যত্নে সুস্থ রাখা যায়, পরিবার,সন্তান-সন্ততিদের কীভাবে সুস্থ রাখা যায় ৷ এবং বিভিন্ন ক্রনিক অসুখের প্রকৃত কারণ, রোগের ধরন ও প্রকৃত সমাধান নিয়ে নিয়মিত আলোচনা ,গবেষনা, চিন্তা-ভাবনা প্রভৃতি আপনাদের স্বার্থে এবং আল্লাহর সন্তূষ্টির উদ্দেশ্যে -প্রচার ও প্রসারের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা হল— ” Holistic Health & Cure ” তাই, অনুগ্রহপূর্বক আপনারা চ্যানেলটিতে SUBSCRIBE করে বেল আইকন on করে রাখুন৷ যাতে যখনই কোন আলোচনা চ্যানেলে আসবে, সেটি যাতে আপনি জানতে পারেন ও দেখতে শুনতে পারেন৷ আলোচনা আপনাদের উপকারে আসলে অবশ্যই সহানুভূতি ও ভক্তির সাথে আলোচনাটি LIKE করুন এবং SHARE করুন৷ যাতে আরও অনেকে উপকৃত হতে পারে৷ যার পুণ্যের ভাগীদার আপনিও হবেন৷

  সবশেষে, আপনার বিভিন্ন বৈজ্ঞানিক,যুক্তিযুক্ত ,গুরুত্বপূর্ণ মতামত, প্রস্তাবনা ও পরামর্শ থাকলে অবশ্যই নিচের COMMENT বক্সে লিখে দিন৷ যাযাকাল্লাহ খায়রান৷ ধন্যবাদ৷ ইতি Dr. Md Year Ali Sk MBBS(WBUHS),GDMO(WBHS) Holistic Medical Practitioner #dryearali #holistic_health_and_cure

✅website- ↓↓↓ আর্টিকেল টি বিস্তারিত পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন। ↓↓↓ https://asshifatrust.com/2020/10/25/a… ✅ As-Shifa Trust:- https://asshifatrust.com/ ✅ As-Shifa Mart:- https://asshifamart.com/ ✅ Follow on Facebook page( DR. YEAR ALI):- https://www.facebook.com/mdyeardr/ ✅Follow on Facebook page( As-Shifa Trust):- https://www.facebook.com/dryearali/ Expertized in All chronic illness.