ডাঃ মোঃ ইয়ার আলী ভারতের মুর্শিদাবাদ জেলার ভাবতা গ্রামের এক দারিদ্র্য পরিবারের সন্তান। হাই মাদ্রাসার বোর্ড পরীক্ষায় (মাধ্যমিক) গোটা পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেন। NRS Medical College থেকে MBBS ডিগ্রি শেষ করার পর Alternate Medicine এর উপর (Philosophy of Alternative Medicine, Accupuncture, Herbal Medicine, Natural Therapy, Cupping Therapy) MD করেন। ২০১২ সাল থেকে হিজামার বৈজ্ঞানিক বিশ্লেষণ সহ বিভিন্ন ধরনের অসুখে প্রয়োগ করে বহু দুরারোগ্য ও কঠিন রোগগুলোর সফল চিকিৎসা করে আসছেন। বর্তমান কালে মানুষের মাঝে বিভিন্ন ক্রনিক রোগগুলোর ব্যাপকতার প্রকৃত কারণ সহ চিকিৎসার ধরণ ও মানুষদের সচেতন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেমিনার, সিম্পোসিয়াম, লেকচার ও আধুনিক চিকিৎসার ইসলামিক মূল্যায়ণ করে হোলিস্টিক পদ্ধতিতে মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন।